Advertisement

Responsive Advertisement

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

আগরতলা, ১৬ জুলাই : বড়সড় দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল আগরতলা হতে বেঙ্গালুরুগামী ১২৫০৪ হামসফর এক্সপ্রেস। রবিবার ভোর চারটা নাগাদ ট্রেনের ১৭ নং কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনের ওই কোচে থাকা দীনেশ দেবনাথ নামে এক যাত্রী জানান, এদিন ভোর চারটা নাগাদ ট্রেনটি  নিউ আলিপুর ও নিউ বাণেশ্বর ষ্টেশনের মধ্যবতী জায়গায় চলছিল এই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ করেই তাদের 3A ১৭নং কামরাটি ধোয়ায় ভরে যায়, চিৎকার চেঁচামেচিতে যাত্রীদের ঘুম ভাঙ্গে।
নিচের নেমে দেখেন কোচের তলায় আগুন জ্বলছে। রেলের কর্মী এবং যাত্রীদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। রেল কর্মীদের প্রাথমিক ধারণা চাকার ব্রেকশো থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা করে দেখেন কর্মীরা। তারপর আবার গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। যদিও প্রায় সাড়ে ছয় ঘন্টা দেরিতে গন্তব্যের দিকে এগিয়ে চলছে বলেও জানান। তবে এই ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি হলেও জানিয়েছেন। 
ভগবান এবং মা-বাবার আশীর্বাদের জন্য এযাত্রায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান যাত্রী দীনেশ দেবনাথ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ