Advertisement

Responsive Advertisement

বারাণসীর প্রদর্শনীতে ত্রিপুরার আনারসসহ বিভিন্ন পণ্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারসের প্রচারে উত্তরপ্রদেশের বারাণসীতে শুক্রবার অনুষ্ঠিত হল ‘বারাণসীতে ত্রিপুরার প্রদর্শনী’| যেখানে ক্যুইন আনারসের পাশাপাশি আর কিছু কৃষি ও উদ্যানজাত সামগ্রী, হস্তকারু ও হস্ততাঁতের জিনিসপত্র, রাবার ও বাঁশের বিভিন্ন পণ্যেরও প্রদর্শনী হয়েছে| যে আয়োজনের প্রধান অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ|
তিনি ত্রিপুরার স্থানীয় বিভিন্ন পণ্য ও কারিগরদের তৈরি নানা সামগ্রীর প্রচার ও প্রসারে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, এই বিপুল সম্ভারকে গোটা বিশ্বের সামনে তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই উদ্যোগ| রাজ্য সরকার উদ্ভাবনা, খাদ্য প্রক্রিয়াকরণ এবং এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের প্রচার করছে| একই সঙ্গে পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও চলছে নানা কাজ|   
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল, বারাণসীর মেয়র অশোক তিওয়ারি, ত্রিপুরার কৃষি সচিব অপূর্ব রায়, পর্যটন সচিব ইউ.কে. চাকমা, নেরাম্যাকের ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমান্ডার রাজীব অশোক সহ অন্যরা উপস্থিত ছিলেন| ত্রিপুরার বাইরে এই উদ্যোগে বারাণসীকে বেছে নেওয়া নিয়ে নেরাম্যাকের এম.ডি. বলেছেন, বারাণসীর সাংস্কৃতিক ঐতিহ্য, এখানকার হস্ততাঁত ও হস্তকারু শিল্পের বৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনার কথা ভেবেই আয়োজন হয়েছে এই প্রদর্শনীর|     
 ত্রিপুরার কৃষি, উদ্যানবিদ্যা, জনজাতি কল্যাণ, বন, শিল্প, পর্যটন দফতরগুলোর উদ্যোগেই হয়েছে এই উপস্থাপনা| যেখানে প্রদর্শনীর পাশাপাশি ক্রেতা-বিক্রেতা সম্মেলনেরও আয়োজন হয়েছিল| সংশ্লিষ্ট ক্ষেত্রের অর্ধ-শতাধিক ক্রেতা এতে অংশগ্রহণ করেন| যাদের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরার বাণিজ্যিক সংযুক্তির সম্ভাবনা প্রবল বলেই ধারণা করা হচ্ছে|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ