Advertisement

Responsive Advertisement

শ্রাবণ প্রেম



                                                     কংকা চৌধুরী গুপ্তা।

যদি কখনো মনে পড়ে আমায় 
তুমি চলে এসো ——
এই শ্রাবণের এক পূর্ণিমা সন্ধ্যায়।
খোঁজে পাবে আমায় 
সন্ধ্যামালতির গন্ধে ভরা 
বাড়ির পুব দিকটায় অথবা 
শ্যাওলা জমা পুকুর পাড়টায়। 
বলবো কথা , কতো না অজানা কথা।

যদি কখনো মনে পড়ে আমায় 
তুমি চলে এসো —
এই শ্রাবণের যে কোনো বেলা-অবেলায়।
খোঁজে পাবে আমায় 
কদম কেয়া আর দেবদারু 
গাছের শান্ত ছায়ায়।
বসবো দু’জন ভাটির গাঙে 
ছোট্ট এক পাল তোলা নৌকায়।

যদি কখনো মনে পড়ে আমায় 
তুমি চলে এসো ——
কালিদাসের মেঘদূত হয়ে 
এই শ্রাবণে হটাৎ দমকা হাওয়ায়।
খোঁজে পাবে আমায় 
টিনের চালে বৃষ্টির টুপটুপ শব্দে অথবা 
বাতাবি লেবু গাছের পাশে দাঁড়ানো 
গ্রাম্য মেয়ের লাজুক চোখের পাতায়।

যদি কখনো মনে পড়ে আমায় 
তুমি চলে এসো ——
এই শ্রাবণে কোনো এক উদাসী বেলায়।
খোঁজে পাবে আমায় 
তোমার পুরানো কবিতার খাতায়।
দিন চলে যায় —
জীবনে কতো কিছুই বদলায়
হাজারো স্মৃতিরা এসে মধ্যবয়সে ভীড় জমায়।
          
( মরিশাস এ বেড়াতে গিয়ে কোনো এক শ্রাবণের বিকাল বেলায় ছবিটি নিজের ক্যামেরায় বন্দী হয়েছিলো।আর তখনই এই লেখাখানির ও জন্ম হয়েছিলো।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ