আগরতলা, ১০আগস্ট : অতিসত্বর ধর্মনগর জেলা হাসপাতালে চালু হতে চলেছে পেইন এবং পেলিয়াটিভ চিকিৎসাকেন্দ্র। পেইন এবং পেলিয়াটিভ কেয়ার ক্লিনিক-এ এই পরিষেবার মাধ্যমে সরাসরি ক্যান্সার রোগ এবং অন্যান্য রোগ যেমন স্ট্রোক, লিভার বা কিডনী ইত্যাদি রোগাক্রান্তদের চিকিৎসা করা হবে। উত্তর জেলা মুখ্য স্বাস্থা আধিকারিক ডা: অরুনাভ চক্রবর্তী এই বিষয়ে উত্তর জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: দীপক হালদারকে একটি চিঠি দিয়েছেন। জানা গেছে প্রতি সপ্তাহে বুধবার বহিবিভাগের সময়ের সাথে মিলিয়ে এই ক্লিনিকটি চালু হবে। এর জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রদান করা হয়েছে। এরই লক্ষ্যে জেলা হাসপাতালেই নার্সিং অফিসার এবং অন্যান্য চিকিৎসকদের ন্যাশনাল প্রোগ্রাম ফর পেলিয়াটিভ কেয়ার কর্মসূচীর স্টেট প্রোগ্রাম অফিসার ডা: অরূপ রায় বর্মণ প্রশিক্ষণ প্রদান করেন। ধর্মনগর জেলা হাসপাতালে পেইন এবং পেলিয়াটিভ চিকিৎসাকেন্দ্রে থাকবেন আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার থেকে ট্রেনিং প্রাপ্ত ডা: নিত্যহরি ভৌমিক। এই ক্লিনিকের সর্বোপরি স্বাস্থ্য পরিষেবায় ডা: নিত্যহরি ভৌমিক থাকবেন। পেইন এবং পেলিয়াটিভ চিকিৎসা পরিষেবার অন্তর্গত যদি কোনও রোগী ব্যথায় কষ্ট পান তার জন্য বিশেষ প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থার প্রচেষ্টা করা হবে। সেইসঙ্গে অন্তবিভাগে পাঁচটি শয্যাও চালু করা হবে। পাশাপাশি রুগীদের কেমোথেরাপী দেওয়ার ব্যবস্থাও থাকবে। আগরতলা থেকে যেই সব ক্যান্সার রুগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন তাঁরা যেন জেলাস্তরে উপসর্গভিত্তিক পরিষেবা গ্রহণ করতে পারেন তার ব্যবস্থাও করা হবে। ডাঃ অরুনাভ চক্রবতীর এই অভিমত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উত্তর জেলায় এই উদ্যোগ রুগীদের বিশেষভাবে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের এই ক্লিনিক নিঃসন্দেহে রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ।
এই বিষয়ে ন্যাশনাল প্রোগ্রাম ফর পেলিয়াটিভ কেয়ার কর্মসূচীর স্টেট প্রোগ্রাম অফিসার ডা: অরূপ রায় বর্মণ জানিয়েছেন জেলা হাসপাতালের পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে কিছু কিছু মহকুমা হাসপাতালেও পেইন এবং পেলিয়াটিভ কেয়ার ক্লিনিক চালু হবে। এর জন্য প্রয়োজনীয় সব সহযোগীতা সরকারীভাবে প্রদান করা হচ্ছে। অতিসত্বর কেমোথেরাপীর জন্য প্রয়োনীয় প্রশিক্ষন ও চালু হতে চলেছে ।
0 মন্তব্যসমূহ