Advertisement

Responsive Advertisement

মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে থানায় আসা মানুষের কথা শুনতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: মানুষ অনেক দুঃখ দুর্দশা নিয়ে থানায় পুলিশের কাছে আসেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশ স্টেশনে আসা মানুষের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। যাতে মানুষ নির্দ্বিধায়ভাবে তাদের সমস্যা সম্পর্কে মন খুলে কথা বলতে পারে। আর নারী সংক্রান্ত অপরাধের ঘটনা রুখতে না পারলে মহিলা থানা স্থাপনের কোন স্বার্থকতা আসবে না।
বুধবার ধলাই জেলার আমবাসায় মহিলা থানার দ্বারোদঘাটন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
এদিন বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে ধলাই জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। আমবাসা সার্কিট হাউজে জনজাতি সমাজপতিদের সঙ্গে বৈঠকের পর মহিলা থানার উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুদায়িত্বও তাঁর কাঁধে। এদিন উদ্বোধনের আগে নবনির্মিত থানা চত্বরে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান মহিলা পুলিশ কর্মীরা। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ফিতা কেটে আমবাসা মহিলা থানার আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন। 
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে থানায় আসেন। কাজেই তাদের অভাব অভিযোগ বা সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। এই সময়ে বিরক্তি ভাব আসলে বা বিরক্তি প্রকাশ করলে চলবে না। সরকার চাইছে মহিলাদের সবদিক দিয়ে স্বশক্তিকরণ করার। কিন্তু নারী নির্যাতন বা নারী ঘটিত অপরাধের ঘটনা ঘটলে এর সমাধান করতে না পারলে মহিলা থানা স্থাপন করার কোন স্বার্থকতা আসবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, সাধারণত কোন মহিলা নির্যাতনের শিকার হলে সাধারণ থানায় গিয়ে ঘটনাটি সম্পর্কে জানাতে দ্বিধা বা সংকোচ বোধ করেন। সেই কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা থানা চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। মহিলা থানা থাকলে নির্যাতিতা মহিলারা থানায় গিয়ে মহিলা পুলিশ অফিসারদের বিস্তারিতভাবে জানাতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে মহিলা থানা স্থাপন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সামাজিক ক্ষমতায়নে ন্যায় বিচারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বর্তায় পুলিশের উপর। এই মহিলা থানা স্থাপনের মধ্য দিয়ে আমবাসা সহ আশপাশ এলাকায় নারী ঘটিত অপরাধে লাগাম টানা যাবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার, রাজ্য পুলিশের ডিআইজি নর্দান মনচাক ইপ্পার, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, আমবাসা থানার ওসি বিশ্বজিত দেববর্মা সহ পদস্থ আধিকারিকগণ। এই নবনির্মিত মহিলা থানার উদ্বোধনের মধ্য দিয়ে আমবাসা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যে পূরণ হলো তাতে কোন সংশয় নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ