আগরতলা, ২৪ আগস্ট: সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালে নাম,সি,এইচ ক্লিনিকে রুটিন টীকাকরণ কর্মসূচী অনুস্টিত হয়। এই টাকাকরণ কর্মসূচীতে শিশুদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে এবং সুরিক্ষিত থাকতে এই টীকাকরণ করা হয়। এই টীকাকরণ কর্মসূচীতে মোট ২৭জন শিশুদের বিসিজি,আইপিভি, ওপিভি, আরভিভি,পেনটা,এমআর,জেই,টিডি, পিসিভি, ডিপিটি এফ,আই,পি,ভি ৩য় ডোজ, ইত্যাদি বিভিন্ন রোগের টীকাকরণ করা হয়।
ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্ৰধনুষ ৫.০ দ্বিতীয় রাউন্ড টীকাকরণ উপলক্ষে প্ৰস্তুতি সভা
২২ আগস্ট ২০২৩ ইং সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালে অন্তর্গত বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার, এমপিডাব্লিও, এমপিএসসহ আশাকর্মীদের নিয়ে ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ ৫.০ দ্বিতীয় রাউন্ড উপলক্ষে প্রস্তুতি সভা সহ একটি কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা টাকাকরণ আধিকারিক ডাঃ সর্বানি দেববর্মা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস, এমপিএস শ্রী বিজয় চক্রবর্তী সহ অফিসের অন্যান্য কর্মীগণ। প্রত্যেক আধিকারিকই আইএমআই ৫.০ দ্বিতীয় রাউন্ড টীকাকরণ (১১ই সেপ্টেম্বর থেকে ১৬ ই সেপ্টেম্বর) সঠিক ভাবে রূপায়িত করার জন্য অশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন যাতে করে কোন শিশু টীকাকরণ থেকে যাতে বাদ না পড়ে, শূণ্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর সম্পূর্ণ টীকাকরণের আওতায় আসে এবং গর্ভবতী মায়েদের টীকাকরণের উপর গুরুত্ব দেওয়া-ই এই কর্মসূচীর মূল লক্ষ্য।
0 মন্তব্যসমূহ