আগরতলা, ৩ অগাস্ট : প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ নাগরিক অজিত কুমার ভৌমিক। তিনি ছিলেন সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব অমিত ভৌমিকের বাবা। বুধবার ২ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ আগরতলার নিজ বাড়িতে প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ও আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন। গত শনিবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং এক নাতনী সহ বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। অবিভক্ত বাংলাদেশের কুমিল্লা জেলার সর্বানন্দ ব্যাপারীর বাড়িতে তাঁর জন্ম। দেশভাগের পর তিনি আগরতলায় আসেন। এখানে এসে তিনি ন্যাশনাল ইন্সিওর্যান্স কোম্পানিতে বহু বছর চাকুরী করেন এবং অ্যাডমিনিসট্রেটিভ অফিসার পদে বহাল থেকে অবসর নেন। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আনন্দময়ী মা আশ্রমের ছিলেন আজীবন সদস্য। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের আশ্রিত। তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দেসহ অন্যান্যরা। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিবদ্বয় রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমীনসহ ত্রিপুরা সহ বাংলাদেশের বহু গুণীজনেরা। আগরতলা প্রেস ক্লাব,ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ,কৃষ্টি বন্ধন সহ বহু সংস্থা,গুণীজন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত অজিত কুমার ভৌমিক এর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ