Advertisement

Responsive Advertisement

মুখ্যমন্ত্রীর সাথে রাবার বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

         ফাইল ছবি 

আগরতলা, ১৮ আগস্ট : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে আজ সচিবালয়ে রাবার বোর্ডের চেয়ারম্যান ড. সাবর ধানানীয়া সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকারকালে উভয়ের মধ্যে ত্রিপুরায় রাবার শিল্পের উন্নতিকল্পে সম্ভাব্য দিকসমূহ নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে চেয়ারম্যান ড. ধানানীয়া ত্রিপুরায় রাবার উৎপাদন বৃদ্ধি, রাবারের গুণমান এবং ক্লাস্টার পদ্ধতিতে ছোট ছোট শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্যের গুণমান সম্পন্ন রাবার উৎপাদকদের উৎসাহিত করতে তাদের বিশেষ অনুদানের ব্যবস্থা করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। তাছাড়াও আলোচনায় মুখ্যমন্ত্রী রাবার মিশনের কার্যকারীতার বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান ড. ধানানীয়া জানান, রাবার কাঠের আসবাবপত্রের বিদেশে বিশেষ চাহিদা রয়েছে। এক্ষেত্রে রাজ্যে ক্লাস্টার পদ্ধতিতে রাবার কাঠের আসবাবপত্র তৈরী করার উপর তিনি জোর দেন। রাজ্যে রাবার সেক্টরের উন্নয়নে রাবার বোর্ড থেকে প্রয়োজনীয় পরামর্শসহ সহায়তা করা হবে বলে রাবার বোর্ডের চেয়ারম্যান ড. ধাননীয়া মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন। সাক্ষাৎকারের সময় জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার শৈলেজা কে, ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া, প্রধান মুখ্য বন সংরক্ষক কে. এস. শেঠি উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ