আগরতলা, ২৯আগস্ট : মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে 'মহিলা থানা ও মহিলা পুলিশদের কাজকর্ম সংক্রান্ত বিষয়ক' এক কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন কেবলমাত্র থানা এবং পুলিশের সংখ্যা বৃদ্ধি করলেই অপরাধ কমবে এমনটা নয় এর জন্য সমাজের সকলকে এগিয়ে আসা উচিত।
এই অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ড. চন্দ্রানী বিশ্বাস, যুগ্ম পরিচালক নির্দেশ দেব ,পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ