ফাইল - ফটো
আগরতলা, ১ আগস্ট : হাউজিং বোর্ডের নির্মাণ কাজগুলি নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। পাশাপাশি কাজের গুণগত মানও বজায় রাখতে হবে। তবেই সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা সম্ভব। আজ সচিবালয়ে ত্রিপুরা হাউজিং এন্ড কনস্ট্রাকশন বোর্ডের ১০৬ তম সভায় সভাপতিত্ব করে বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী যে কোন কাজ শুরুর পূর্বে সঠিক পরিল্পনা গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে নির্মাণ কাজ রূপায়ণে কোন সমস্যা হবেনা। নির্মাণ কাজটিও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা সহজ হবে।
সভায় ত্রিপুরা হাউজিং এন্ড কনস্ট্রাকশন বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং বোর্ডের সর্বশেষ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের নিরিখে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন, আগরতলায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় শ্যামলিমা অ্যাপার্টমেন্টের ১৪০টি ফ্ল্যাটের মধ্যে ১২০টি ফ্ল্যাট ইতিমধ্যেই বুক হয়ে গেছে। আমতলী বাইপাস এরিয়ায় হাউজিং বোর্ডের ১৩.৭১ একর জায়গার বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ প্রায় শেষের পথে। শ্যামলিমা অ্যাপার্টমেন্টে ২৪টি গ্যারেজের মধ্যে ২১টি গ্যারেজ বিক্রয়ের কাজ শেষ হয়েছে। সভায় সচিব ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরা হাউজিং বোর্ড এন্ড কনস্ট্রাশনের বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সচিব জানান, শিক্ষা দপ্তরের ২৮টি বিদ্যাজ্যোতি স্কুল, দুটি নুতন স্কুল ভবন এবং পাঁচটি ছাত্রাবাস নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকগুলির কাজ শেষ হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে তিনটি ইএমআরএস স্কুল এবং তিনটি ছাত্রাবাস নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
সভায় সচিব আরও জানান, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ৪টি ভ্যাটেরিনারি স্টোর বিল্ডিং, ৭টি ডিসপেনসারি বিল্ডিং, ২টি ছাত্রাবাস, ডাক বিডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের অধীনে ২টি মাছের বাজার তৈরীর কাজ হাতে নেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ১টি যুব আবাস এবং ১টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়াও দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এবং হাউজিং বোর্ডের নিজস্ব কিছু কর্ম পরিকল্পনার উপর সচিব আলোকপাত করেন। তিনি জানান, এই সব কাজগুলি রূপায়নে প্রায় ব্যয় হবে ৩২০ কোটি টাকা। এছাড়াও যেসব কাজ শেষ হয়েছে সেগুলির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি আলোকপাত করেন। সভায় এছাড়াও বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামল চক্রবর্তী সহ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ