আগরতলা, ২৬ আগস্ট: জাতীয় কুষ্ঠ নির্মলীকরণ প্রকল্পের উদ্যোগে শনিবার ত্রিপুরার সকল ডার্মাটোলজিস্টদের ( ত্বক বিশেষজ্ঞ) নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের সদর কার্যালয়ের কনফারেন্স হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজ্যের মাননীয় স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডা: নুপূর দেববর্মা। কুষ্ঠ রোগ নির্মূলীকরণ প্রকল্পের উপর সংক্ষিপ্ত বিবরণ দেন স্টেট লেপ্রোসি অফিসার ডা: বাঁশরী দাশ। তাছাড়াও বিভিন্ন বিষয় - রাজ্যের কুষ্ঠ রোগীদের জন্য নতুন কিছু প্রয়াস যেমন প্রতিমাসে - পুষ্টিকর খাদ্যের খলি প্রদান, রোগীর বাড়িতে গিয়ে ওষুধ প্রদান, আলসার ড্রেসিং সহ পূর্নগঠনমূলক শল্য চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিন এইমস, কল্যানীর চর্মরোগ বিশেষজ্ঞ ডা: অৰ্পনা পালীত, বঁকুড়া লেপ্রোসী ট্রেনিং সেন্টারের অধিকর্তা ডঃ মানস কুন্ডু কুষ্ঠ রোগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন ।
পরিশেষে প্যানেল ডিসকাশনে অংশ গ্রহণ করেন রাজ্য এবং বহিরাজ্যের চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কর্মশালায় কুষ্ঠ রোগ নির্মূলীকরণ প্রকল্পের রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট লেপ্রোসি অফিসার, জেলা আশা নোডাল অফিসারেরা অংশ নেন।
0 মন্তব্যসমূহ