Advertisement

Responsive Advertisement

বিশ্ব আলোকচিত্র দিবসে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী


আগরতলা, ১৮আগস্ট : শনিবার ১৯ আগস্ট ২০২৩ বিশ্ব আলোকচিত্র দিবস তথা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, উপলক্ষে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই প্রদর্শন। কোভিড মহামারীর জন্য গত দুবছর চিত্র প্রদর্শনী বন্ধ থাকলেও তার বিষন্নতা কাটিয়ে উঠেছে গোটা বিশ্ব। তাই এবছরের প্রদর্শনীর থিম হচ্ছে "ত্রিপুরা ট্যুরিজম"। পাহাড়ি রাজ্যের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর যেসব স্পটগুলো আগামী দিনে সম্ভাব্য ট্যুরিজম স্পট হয়ে উঠবে সেগুলো দৃশ্য আমাদের চিত্র সাংবাদিকরা নিউজ কভার করতে গিয়ে ক্যামেরাবন্দি করেছে। এধরনের প্রায় ৭০টি ছবি প্রদর্শনীতে স্থান করে নিয়েছে। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কেবলমাত্র ফটোগ্রাফারদের দিন নয় এটা ফটো লাভারদের দিনও বটে, যারা ছবি ভালবাসে যারা ছবি নিয়ে কর্মশালা করে সবাই সম্মিলিত ভাবে কোন না কোন কাজে জড়িত,ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও তার জন্ম লগ্ন থেকেই চিত্র প্রদর্শনী করে আসছে, কিন্তু এবারের প্রদর্শনী একটা আলাদা মাত্রায় রূপ নেবে বলে মনে করে অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন এসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাকে অনুষ্ঠানের শুভ সূচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের পর চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রলয়জিৎ পাল সহ-সভাপতি সুমন দেবরায় কার্যকরী কমিটির সদস্য ভাস্কর দাস অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ