আগরতলা, ১২আগস্ট: আগরতলা পৌর নিগমের তরফে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর মানুষদের হাতে বিপিএল রেশন কার্ড তুলে দেয়। শনিবার রাজধানী আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদার উপস্থিত অতিথিরা এই কার্ড গুলি স্থানীয় এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন।
এই সময় মেয়রের সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ, ১২নম্বর ওয়ার্ড কর্পোরেটর সান্তনা সাহাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মেয়র জানান এলাকার ৭০ জন লোকদের হাতে এদিন বিপিএল কার্ড তুলে দেওয়া হয়েছে। তিনি আরো জানান বর্তমান পুর বোর্ড গঠিত হওয়ার পর সাধারণ মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে নিগম। সাধারণ মানুষ যাতে আরো বেশি করে নাগরিক সুবিধা ভোগ করতে পারে তার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আগামী দিনের রেশন কার্ড সহ আরো অনেক সুবিধা দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ