Advertisement

Responsive Advertisement

গন্ডাছড়া কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে পালিত "মেরি মাটি মেরা দেশ"


আগরতলা, ৩ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগ এক অবসরপ্রাপ্ত সৈনিককে সম্মান জানিয়ে ভারত ছাড়ো আন্দোলন দিবস উদযাপন করে। ‘মেরি মাটি মেরা দেশ’ নামক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা নায়েক কুলো কুসুম চাকমাকে একটি ঐতিহ্যবাহী রিসা এবং একটি কলম দিয়ে সম্মানিত করা হয়েছিল, যার মধ্যে ভারত মাতার মাটি ও জল রয়েছে যা তিনি ২২ বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীর সেবা করে রক্ষা করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়, এন.এস.এস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা এবং কলেজের এন.এস.এস স্বেচ্ছাসেবক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত সৈনিক কুলো কুসুম চাকমা সেনাবাহিনীতে তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন এবং সেনাবাহিনীতে শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে কথা বলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষের ভাষণ দিয়ে শেষ হয়েছিল যেখানে তিনি তাদের নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে এবং সম্প্রদায়ের উন্নয়নে তাদের তারুণ্যের শক্তি বিনিয়োগ করতে বলেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ