আগরতলা, ৫ অগাস্ট: শনিবার বিজেপির সদর শহরাঞ্চল জেলা কমিটির উদ্যোগে বৈঠক সাংগঠনিক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরহিত্য করেন সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এই সাংগঠনিক সভায় জেলার বৈঠক জেলা মোর্চার বৈঠক এবং সাতটি মন্ডলের বৈঠক নিয়ে প্রতিমাসে নির্ধারিত সময় ধার্য করা হয়। জেলার সাংগঠনিক সভার জন্য একটি মাসিক ক্যালেন্ডার তৈরি হয় সেই সভার মধ্যে। তাছাড়া প্রতিটি মন্ডলে মোদির ৯ বছরের কার্যকাল এবং রাজ্য সরকারের বাজেটকে সামনে রেখে সাতটি মন্ডলের পথসভার করার সিদ্ধান্ত গ্রহিত হয়। রাজ্য সরকারের কাজকর্মের প্রচার এবং প্রসারের জন্য একটি রোড ম্যাপ তৈরি করা হয়। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা কে কেন্দ্র করে সাতটি মন্ডলের মধ্যে জনসংযোগের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আগামী দিনের কর্মসূচি পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার ডিপার্টমেন্ট এবং সেলগুলিকে আরো কিভাবে সক্রিয় করা যায় তার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।প্রতিটি এ , বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা রূপকথার তৈরি করে সাংগঠনিক কাজকর্ম করা সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে যে বুথগুলি দুর্বল রয়েছে সেই বুথগুলিকে টার্গেট করে দুমাস সাংগঠনিক কাজকর্ম রচিত হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিমাসে একদিনে বিধানসভার প্রতিটি বুথে জনসংযোগ করা হবে সারাদিন ব্যাপী।
0 মন্তব্যসমূহ