আগরতলা, ৮ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসসহ অন্যান্য দোকান থেকে জাতীয় পতাকা সংগ্রহ করার কর্মসূচি অব্যাহত রয়েছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্যর পাশাপাশি দলের অন্যান্য নেতৃত্বরাও জাতীয় পতাকা সংগ্রহ করছেন। মঙ্গলবার আগরতলার প্রধান পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা সংগ্রহ করলেন বিজেপির সদস্যরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এদিন তার সঙ্গে দলের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা সংগ্রহ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহবানে গত বছর থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে। ব্যাপক উৎরাহের মধ্য দিয়ে রাজ্যের সাধারণ মানুষ সারা দেশের সঙ্গে এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন। সারাদেশ জুড়ে এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায়। উৎসবের রূপ নিয়েছিল কর্মসূচিটি। গত বছরের তুলনায় এ বছর সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সমাজের সকল অংশের মানুষ যাতে এই কর্মসূচিতে শামিল হন তার জন্য আহ্বান রাখেন তিনি।
0 মন্তব্যসমূহ