Advertisement

Responsive Advertisement

উপনির্বাচনের আগে দিল্লিতে অমিত শাহ ও প্রদ্যুতের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে


আগরতলা, ২৬ আগস্ট: রাজ্য বিধানসভার ২টি আসনের উপ নির্বাচনকে ঘিরে এখন জোর প্রস্তুতি চলছে, বিশেষ করে সব বিরোধী দলকে পেছনে ফেলে প্রচারে ঝড় তোলছে শাসক দল বিজেপি। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করলেন তিপ্রামথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নয়াদিল্লিতে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
রাজ্য রাজনীতির নানা বিষয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যের জনজাতিদের সংবিধানিক অধিকার, উন্নয়নসহ দলের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
 এদিনের এই ছবিটি প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতি বিশেষ করে উপনির্বাচনের পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলে অভিমত রাজনৈতিক সচেতন মহলের। বিরোধীরা যতই বিরোধী ঐক্যের বিষয়ে কথা বলছেন। কিন্তু বাস্তবে তাদের এই দাবি যে কষ্ট কল্পনা তা এদিনের বৈঠকের ছবির একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে অভিমত সচেতন মহলের। বামেদের দাবি করা বিরোধী ঐক্যের বিষয়টি যে তাদের আকাশ কুসুম কল্পনার মধ্যে রয়েছে তা আবারো প্রমাণিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ