Advertisement

Responsive Advertisement

প্রেমের কাছে হার মানলো ধর্ম, বিবাহ বন্ধনে আবদ্ধ হিন্দু মুসলিম যুবক-যুবতী


আগরতলা, ২৬আগস্ট : প্রেমের টানে ধর্মের কঠিন বাঁধন উপেক্ষা করে চারহাত এক করে সকলের সমনে নজির সৃষ্টি করল ত্রিপুরার দুই যুবক-যুবতী। শনিবার তারা দক্ষিণ জেলার সাব্রুমের জলেফা শঙ্করাশ্রম মঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা।
 ঘটনার বিবরণে জানা যায় সাবরুমের দমদমা এলাকার বাসিন্দা এক হিন্দু যুবক ও আগরতলার উত্তর যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী আলমগীর হুসেনের ২০বয়সী মেয়ে মাহিমা আখতারের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘ দিনের।
অবশেষে গত ২৪ আগস্ট মেয়েটি প্রেমের টানে সাবরুমে ছুটে যায় প্রেমিকের কাছে। পরে মাহিমার বাবা মেয়েকে আনতে সাব্রুমের ছুটে যান, কিন্তু মেয়েটি বাবার সঙ্গে আসতে অস্বীকার করে এবং স্পষ্ট জানিয়ে দেয় তার প্রেমিকের সঙ্গেই থাকবে। 
 পরে মেয়েটির সম্মতির ভিত্তিতে হিন্দু ধর্মে দুঃখিত হয় এবং সাব্রুমের জলেফা এলাকার শঙ্করাশ্রম মঠে মালা বদল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা। নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ