Advertisement

Responsive Advertisement

বাংলাদেশের ক্যাম্প থেকে পালিয়ে NLFT'র ৫ সদস্য ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পন করলো


আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গিসংগঠন NLFT বিশ্ব মোহন গুষ্টির ৫ সদস্য আত্মসমর্পন করে। শুক্রবার রাতের আঁধারে ধলাই জেলার অন্তর্গত ছাওমনু থানায় এসে তারা আত্মসমর্পন করেছে। এরা বাংলাদেশের একটি জঙ্গি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তবে আত্মসমর্পনের সময় তারা কোন আগ্নেঅস্ত্র জমা দিতে পারেনি।
তারা বিগত দেড় বছর ধরে NLFT বিশ্ব মোহন গোষ্ঠীর সঙ্গে কাজ করছিল বাংলাদেশের ক্যাম্পে। এই পাঁচজঙ্গির নাম যথাক্রমে কান্ত মোহন ত্রিপুরা(৪৫), নক্ষত্র দেববর্মা, এমং দেববর্মা(২০), গেরতজয় ত্রিপুরা(২৩) এবং মনসুবর ত্রিপুরা(২৫)। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আত্মসমর্পণ করার পর তারা জানান, বিগত দেড় বছর ধরে বাংলাদেশে ক্যাম্পে জঙ্গি হিসেবে কাজ করছিল। অনেক কষ্ট করছিল সেখানে। ক্যাম্পে খাওয়া দাওয়ার তীব্র সমস্যা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত অভিযান জারি রেখেছে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। তাই তারা আত্মসমর্পনের সিদ্ধান্ত নেয়। 
পুলিশ তাদেরকে জিজ্ঞাসা চালাচ্ছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ