আগরতলা, ১ সেপ্টেম্বর: স্পন্দন সামাজিক সংস্থা এবং সামাজিক শিক্ষাঙ্গনের যৌথ উদ্যোগে পালিত রাখি বন্ধন উৎসব। রূপায়ণ ফাউন্ডেশন পুনর্বাসন কেন্দ্রের ভাইদের সাথে রাখি বন্ধন উৎসব উৎযাপন করেন তারা।
পৃথিবীর অন্যতম পবিত্র সম্পর্ক ভাই বোনের।নির্ভরতা, বিশ্বাস, দায়িত্ববোধ ,সুরক্ষা এই নিয়েই রাখীবন্ধন। এই নিয়েই ভালোবাসার স্পন্দন। এই বিষয়ে স্পন্দন সামাজিক সংস্থার সম্পাদিকা ড. হৈমন্তী ভট্টাচার্য বলেন, রূপায়ণের ভাইদের দীর্ঘায়ু কামনা করে রাখি পূর্ণিমার পূণ্য তিথিতে রাখি উৎসব যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল।
0 মন্তব্যসমূহ