Advertisement

Responsive Advertisement

১০৩টি জাল ৫০০টাকার নোট ব্যাংকে জমা করার অভিযোগে আটক এক ব্যক্তি

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ব্যাংকের ডিপোজিট মেশিনে জাল নোট জমা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। প্রায় ৬মাস পর তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম দীপঙ্কর দেবনাথ। বুধবার তাকে পুলিশ আটক করে এবং আগরতলার জুডিসিয়াল মেজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী অরিন্দম দেব সংবাদ মাধ্যমকে বলেন, ১৪মার্চ ২০২৩ তারিখে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার অ্যাক্সিস ব্যাংকের তরফে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার বিষয়টি উল্লেখ করে আইনজীবী আরো বলেন, ৪ মার্চ ২০২৩ তারিখে দীপঙ্কর দেবনাথ নামে এক ব্যক্তি একটি একাউন্টে ১০৩টি ৫০০টাকার জাল নোট ব্যাংকের ডিপোজিট মেশিনের মাধ্যমে কুঞ্জবন শাখায় জমা করে। পরবর্তী সময় ৯ মার্চ ২০২৩ তারিখে ব্যাংকের এটিএম এর দায়িত্বে থাকা কর্মচারীরা লক্ষ্য করেন টাকা জমা করার মেশিনের রিজেক্ট কাউন্টারে এই জাল নোট গুলো পড়ে রয়েছে। তখন তারা জাল নোটগুলো সংগ্রহ করে ব্যাংক আধিকারিককে এই বিষয়ে জানায়। পরবর্তী সময়ে ব্যাংকের তরফে বিষয়টি তদন্ত করে ব্যাংকের গ্রাহক দীপঙ্কর দেবনাথ'র বিস্তারিত তথ্য বের করে ও জানতে পারে রাত ৩টা নাগাদ জাল টাকা জমা করে। পরে ১৪ মার্চ তারিখে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক। মামলার প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ অবশেষে বুধবার দীপঙ্কর দেবনাথকে গ্রেপ্তার করে চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তুলে। অভিযুক্ত এবং সরকার পক্ষের আইনজীবীর কথা শুনে আদালত একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আবার আদালতে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ