Advertisement

Responsive Advertisement

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যানের


আগরতলা, ২৮ সেপ্টেম্বর : ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা প্রদেশ কিষান মোর্চার সভাপতি জওহর সাহা। এরপর থেকে তিনি শুভেচ্ছার জোয়ারে ভাসছে। যখন তার নাম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তখন তিনি দিল্লিতে ছিলেন। তখন থেকেই ফোনে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানাতে থাকেন। তিনি আগরতলা ফিরে আসেন। তার আসার খবর পেয়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কৃষাণ মোর্চার নেতা কর্মীরা বিমানবন্দরে জড়ো হন। গেট দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই থাকে সকালে জড়িয়ে ধরেন। কেউ উত্তরীয় দিয়ে আবার কেউ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এমনকি তিনি বাড়িতে আসার পরও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
 তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকের রোজগার দ্বিগুণ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, তাকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই লক্ষ্যকে পূরণ করার জন্য তিনি আগে থেকেই দায়িত্বশীল ছিলেন আগামী দিনেও তিনি আরো গুরুত্ব সহকারে এই কাজ করবেন। কৃষকদের কল্যাণে তিনি সব সময় কাজ করছেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ