Advertisement

Responsive Advertisement

সমাজদ্রোহিদের হাতে আক্রান্ত সাংবাদিক, নিন্দার ঝড়


আগরতলা, ১ সেপ্টেম্বর: বৃহস্পতিবার রাতে ডিমসাগর পার্কে একটি অসামাজিক কাজে প্রতিবাদ করাতে দুই যুবক দ্বারা ডিমসাগর স্থিত নিজ বাড়িতে আক্রান্ত হন সাংবাদিক প্রতীক মহালনবিশ। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে এই দিন রাতে পশ্চিম আগরতলা থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিক উল্টো সাংবাদিক প্রতীক মহালনবিশের অভিযোগ নিতে অস্বীকার করে তাকে নানা ভাবে হেনস্তা করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস এর প্রতিনিধি দল রাজ্য পুলিশের আইজি ল এন্ড অর্ডার এর সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত অভিযোগ জানায়। ঘটনায় জড়িত দুই যুবক এবং পশ্চিম আগরতলা থানায় সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। ঘটনায় আইজিএম হাসপাতালে বৃহস্পতিবার রাতে কর্মরত এক চিকিৎসক ও জড়িত রয়েছেন। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার প্রতিবাদ করছে। থানায় অভিযোগ জানাতে আসা কোন ব্যাক্তির সঙ্গে পুলিশের এই আচরণ অনভিপ্রেত। পাশাপাশি এই ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের স্বাভাবিক সম্পর্কের পরিপন্থী। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস ঘটনার পুর্ন তদন্ত সহ দোষীদের শাস্তি এবং ঘটনায় জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। পুলিশের এই ধরনের আচরণ সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে সরকার ও প্রশাসনের সুসম্পর্কের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করবে মনে করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস'র পক্ষে প্রেস সেক্রেটারী সম্রাট চৌধুরী প্রেস রিলিজের মাধ্যমে একথা জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ