Advertisement

Responsive Advertisement

এনএসএস কর্মসূচিতে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের ব্যাপক সাফল্য


গন্ডাছড়া ২৫ সেপ্টেম্বর: ২০২২-২৩ সালে এনএসএস কর্মসূচিতে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য রাজ্যের সেরা এনএসএস ইউনিট প্রোগ্রাম অফিসার এবং সেরা স্বেচ্ছাসেবী পুরস্কার প্রদান করা হয় গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়কে। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ৫৫ তম রাজ্য ভিত্তিক এনএসএস দিবস অনুষ্ঠানে পুরস্কার স্বরূপ তাদের হাতে ট্রফি এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডা প্রফেসর মানিক সাহা। এবার প্রথমবারের মতো গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয় থেকে প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা এবং স্বেচ্ছাসেবী রংগীতা রিয়াংকে সেরা প্রোগ্রাম অফিসার এবং স্বেচ্ছাসেবী সম্মানে ভূষিত করা হন। এখবর ছড়িয়ে পড়তেই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাশাপাশি মহকুমাবাসীদের বক্তব্য কলেজের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায় গন্ডাছড়া কলেজের দায়িত্ব গ্রহণ করার পর সব দিক থেকে কলেজে ব্যাপক পরিবর্তন ঘটে। আর এর ফল স্বরূপ এসেছে এই সাফল্য। সোমবার গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিল সেক্রেটারি প্রবীর চক্রবর্তী জানান, রবিবার ছিল গন্ডাছড়া ডিগ্রী কলেজের একটি স্মরণীয় দিন। ২০২২-২৩ এনএসএস স্টেট আওয়ার্ড গোটা রাজ্যে ১৪ জন প্রোগ্রাম অফিসারকে দেওয়া হয়। এর মধ্যে গন্ডাছড়া কলেজ থেকে শৈবাল দেববর্মা এই সম্মানে ভূষিত হন এবং ২৫ জন স্বেচ্ছাসেবী'দের মধ্যে গন্ডাছড়া কলেজের রংগীতা রিয়াংকে সেটা সম্মানে ভূষিত করা হয়। এই সম্মানে আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সমাজের জন্য কিছু একটা করার মানসিকতা যে আরো কয়েকগুণ বেড়ে গেছে তা বলার অপেক্ষায় রাখে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ