Advertisement

Responsive Advertisement

নারী সংরক্ষণ বিলের জন্য দেশ আরও দ্রুতগতিতে এগুবে: প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : নারী সংরক্ষণ বিল পাস হওয়ায় দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। দেশের প্রতিটি কাজ সময়সীমা ভিত্তিক হবে। সরকারী প্রকল্পগুলোর সুবিধা খুব সহজেই একেবারে প্রান্তিক স্তরে পৌছাবে। সম্প্রতি পাস হওয়া নারী সংরক্ষণ বিলের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আরো বলেন ভারত মাতৃতান্ত্রিক দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৎপরতায় এবার আক্ষরিক অর্থেই তা কার্যকর রূপ পেতে চলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে এই বিলটি ঝুলে ছিল। বিলটি লোকসভায় আসা- যাওয়া করেছে। কিন্তু আগের ক্ষমতাসীনরা কেউ বিলটি পাস করার উদ্যোগ নেয়নি। গত ২০ এবং ২১ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে অবশেষে যুগান্তকারী এই বিলটি পাস হলো।
যার ফলে নারী ক্ষমতায়নের বৃত্ত সম্পূর্ণতা পেলো বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। নারীদের সামাজিক, আর্থিক এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মহিলাদের রাজনৈতিক ক্ষমতা ছিল অধরা। এবার এই ক্ষমতা পেয়ে যাওয়ায় নারীরা প্রকৃত অর্থেই ক্ষমতাসীন হবেন, তাতে প্রকৃত অর্থে লাভবান হবে দেশ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নারী সংরক্ষণ বিলটি গোটা বিশ্বের জন্যই এক নজির। সম্প্রতি জি ২০ সম্মেলনেও বিশ্ব নেতাদের সামনে এমন ভাবমূর্তির কথা মেলে ধরেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর নারী ক্ষমতায়নের লক্ষ্যে নানা প্রকল্প গ্রহণ করেছেন। যার ফলে মহিলারা যথেষ্ট উপকৃত হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন প্রতিমা ভৌমিক।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ