আগরতলা, ৩ সেপ্টেম্বর: দিন দিন বিরোধী বাম শিবির সাইনবোর্ড সর্বস্ব হয়ে উঠছে। উপনির্বাচনের মুখে ধনপুর বিধানসভা কেন্দ্রের ৪ নং বুথের অন্তর্গত কামদেব পাড়া এডিসি ভিলেজের দীর্ঘ ১৫ বছরের নির্বাচিত প্রধান স্বজন কন্যা দেববর্মা তার পরিবারের ছয় জন ভোটারদের নিয়ে শাসক বিজেপি শিবিরে যোগদান করেন। পাশাপাশি তার এলাকার আরও সাত পরিবারের ১৮ জন ভোটার বামফ্রন্ট ছেড়ে এদিন বিজেপি শিবিরের যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি নেতা এবং মোহনভোগ বিএসি'র ভাইস চেয়ারম্যান নিরব মুনি দেববর্মা। এই সময় স্থানীয় এলাকার অন্যান্য বিজেপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বামফ্রন্ট এবং মথা ছেড়ে এইসব ভোটারদের বিজেপি শিবিরে নিয়ে আসার ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপির কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ উপনির্বাচনকে কেন্দ্র করে গত ১৫ দিন ধরে ধনপুর বিধানসভা কেন্দ্রের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন তিনি। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার এবং জন সম্পর্ক অভিযান করেন। শাসক দলের পাশাপাশি বিরোধী দল গুলির ভোটারদের বাড়িতেও তিনি লাগাতর প্রচার কর্মসূচি চালান। প্রচারকালে তিনি রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা উন্নয়নমূলক বিষয় এবং জনকল্যাণকামী কাজকর্ম গুলি বিস্তারিত ভাবে তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া এবং মন্ত্রী সান্তনা চাকমাও এই এলাকাগুলোতে ঘুরে বেড়িয়ে প্রচার কর্মসূচি চালিয়ে ছিলেন। সরকারের উন্নয়নমূলক কাজের কথা জানতে পেরে বিরোধী দল ছেড়ে ভোটাররা বিজেপি শিবিরের যোগদান করছেন। আগামী দিনের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জওহর সাহা।
0 মন্তব্যসমূহ