Advertisement

Responsive Advertisement

লাইট হাউজ প্রকল্প মানুষের আবাসন সমস্যার সমাধান করবে : কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : রাজধানী আগরতলার বর্ডার গোল চক্কর এলাকায় গড়ে উঠেছে লাইট হাউস প্রকল্পটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এটি রাজ্যের আবাসনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বৃহস্পতিবার আগরতলার লাইট হাউস প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ভারত সরকারের হাউসিং এবং নগর উন্নয়ন বিষয়ক রাজ্য মন্ত্রী কোশল কিশোর। তখন তিনি এই অভিমত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য প্রদেশের ইন্দোরে ১০২৪টি, গুজরাতের রাজকোটে ১১৪৪টি, তামিলনাড়ুর চেন্নাইতে ১১৫২টি, ঝাড়খন্ডের রাঁচিতে ১০০৮টি, উত্তর প্রদেশের লখনৌতে ১০৪০টি এবং আগরতলায় ১০০০টি ফ্ল্যাট নির্মাণের লাইট হাউস প্রকল্প'র ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। নিউজিল্যান্ডের প্রযুক্তিকে ব্যবহার করে ওই ফ্ল্যাট নির্মিত হচ্ছে। অত্যন্ত কম খরচে অধিক টেকসই ওই ফ্ল্যাট নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে সহায়ক হবে। বৃহস্পতিবার আগরতলায় লাইট হাউস প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি বলেন আগরতলায় ওই প্রকল্পে ১,০০০টি ফ্ল্যাট নির্মিত হবে। মোট ৭টি টাওয়ারে এই ফ্ল্যাট গুলি নির্মিত হচ্ছে। লাইট হাউস প্রকল্প পরিদর্শনে এসে একটি মডেল ফ্ল্যাট ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে সরকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ