আগরতলা, ২৫ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে যে সেবা পাখাওয়াদা চলছে তারই অঙ্গ হিসাবে রবিবার সামাজিক ন্যায় ও ক্ষমতায়েন মন্ত্রকের পক্ষ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের ৭৪ টি স্থানে দিব্যাঙ্গ এবং বয়স্কদের দৈনন্দিন জীবনযাপনকে সহজ করে দেওয়ার লক্ষ্যে দৈনন্দিন জীবনে ব্যবহারকারী বিভিন্ন রকম সামগ্রী প্রদান করা হয়। এর ফলে প্রায় ৩৫ হাজারেরও বেশি দিব্যাঙ্গ মানুষ এবং প্রায় ১২ হাজার বয়স্ক উপকৃত হয়েছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধলাই জেলার আমবাসা টাউন হলে ১,২০০ জন লাভার্থীকে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৪৬৬১ টি সামগ্রী প্রদান করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "সবকা সাথ-সাবকা বিকাশ" এর মন্ত্রকে পাথেয় করে বর্তমান সরকার সমাজের প্রতিটি অংশের জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক শম্ভুলাল চাকমাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ