Advertisement

Responsive Advertisement

ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘ মেয়াদী রোগাক্রান্ত মানুষের সহায়তার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে বৈঠক অনুষ্ঠিত

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর : ক্যান্সার সহ অন্যান্য দীর্ঘ মেয়াদী রোগাক্রান্ত মানুষের সহায়তার জন্য গত ২৩ শে আগস্ট, বুধবার কৈলাশহর, ভগবাননগর স্থিত, ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট-এর কক্ষে আলোচনা বৈঠক করা হয়। তাতে pain and palliative clinic (ব্যথা ও উপসর্গ ভিত্তিক চিকিৎসা কেন্দ্র) উদ্যম ভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি শনিবার হাসপাতালের ওপিডি ব্লকের ৫ নং কক্ষে রোগী দেখা হবে। মেডিকেল সুপারেনটেনডেন্ট ইনচার্জ ডাঃ পুনকৃত দেববর্মার সঙ্গে আলোচনাক্রমে আরো জানা যায় যে endoscopy training এর জন্য একজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাছাড়া ঊনোকোটি জেলা হাসপাতালের কনফারেন্স প্রেক্ষাগৃহে সরাসরি রোগীদের সাথে বেশির ভাগ ডাক্তার এবং নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ এবং স্টেট প্রোগ্রাম অফিসার ডাক্তার অরূপ রায় বর্মন। তিনি উপস্থিত নার্সদের,CHO ও ডাক্তারদের প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্টেট লেভেল ট্রেনার ডাক্তার ধূরুপদ দাস (মেডিকেল অফিসার, pain and palliative care trained)। তাঁর তত্ত্বাবধানে palliative care clinic চলবে বলে জানা যায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের ডাক্তার বিপাশা দাস (দন্ত বিশেষজ্ঞ), ডাক্তার চিরঞ্জীব দেব (মা ও প্রসূতি), ডাক্তার অরূপ চক্রবর্তী (নাক কান গলা বিশেষজ্ঞ),ডাঃ প্রসেনজিৎ দাস (পেথোলজিস্ট)। এছাড়া e- hospital portal-এ আলাদা ভাবে oncology বিভাগ খোলা হয়েছে যাতে করে cancer রোগীদের registration করতে অসুবিধা না হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে রোগী ও তাদের পরিবার পরিজন সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশিক্ষিত ডাক্তার ও নার্সরা আগামী দিনে রোগীদের কল্যাণে নিজেদের নিযুক্ত করতে পারবে বলে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ