Advertisement

Responsive Advertisement

অকাল শ্রাবণ


                                 অর্চনা মহান্তি 

চুপি চুপি জমাই পাড়ি 
রহস্যময় মেঘের দেশে
বৃষ্টি ছোঁবে চোখের পাতা
সিক্ত হাতে ভালোবেসে।

মত্ত হাওয়ায় দুলছে হৃদয়
ভাবতে গিয়ে কল্পনাতে
নীল আকাশে মুগ্ধ আবেশ
নানান মেঘের আল্পনাতে।

রিক্ত বুকের ঊষর ভূমি
ভিজবে যখন সজল মেঘে
নতুন আশার সবুজ চারা
মেলবে পাতা উঠবে জেগে।

থমকে থাকা রুদ্ধ আবেগ
মুক্তি পেয়ে আবার প্লাবন
জল থইথই মনের উঠোন
নিজেই আমি অকাল শ্রাবণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ