অর্চনা মহান্তি
চুপি চুপি জমাই পাড়ি
রহস্যময় মেঘের দেশে
বৃষ্টি ছোঁবে চোখের পাতা
সিক্ত হাতে ভালোবেসে।
মত্ত হাওয়ায় দুলছে হৃদয়
ভাবতে গিয়ে কল্পনাতে
নীল আকাশে মুগ্ধ আবেশ
নানান মেঘের আল্পনাতে।
রিক্ত বুকের ঊষর ভূমি
ভিজবে যখন সজল মেঘে
নতুন আশার সবুজ চারা
মেলবে পাতা উঠবে জেগে।
থমকে থাকা রুদ্ধ আবেগ
মুক্তি পেয়ে আবার প্লাবন
জল থইথই মনের উঠোন
নিজেই আমি অকাল শ্রাবণ।
0 মন্তব্যসমূহ