Advertisement

Responsive Advertisement

বাজারে ঘুরে সব্জি কিনছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক, দেখা অবাক সাধারণ মানুষ

আগরতলা, ১৬সেপ্টেম্বর: তারকর্ম ও সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশে তাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন তাই তিনি সকলের কাছে জন নেত্রী। যেকোন প্রয়োজনে কাছে পাওয়া যায় বলে তিনি আট থেকে আশি সব বয়সীদের কাছে দিদি নামেই পরিচিত। এতো গেল তাঁর এক রূপ তবে তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে বজ্রকঠিন তাই তিনি আবার অগ্নিকন্যা নামেও পরিচিত। তিনি আর কেউ নন সকলের প্ৰিয় ও শ্রদ্ধার নেত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যবাসী আবারো তাঁর এই বিশালতার মধ্যে সাধারণত্ব'র গুন চাক্কুস করলেন জনগণ। 
শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার লেক চৌমুনি বাজারে এসে অনেকেই অবাক কারণ কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন দপ্তরের রাজ্য মন্ত্রী প্রতিমা ভৌমিক বাজারে। তিনি বাজারের এক দোকান থেকে আরেক দোকানে গিয়ে সবজি পোরখ করে দেখছেন পছন্দ হলে তবেই কিনছেন। গন্ধরাজ লেবুর আদৌ গন্ধ আছে কিনা তা তিনি ফুটপাতে বসে বিক্রি করা দোকান এর কাছ থেকে নিয়ে নিজে গন্ধ সুখে দেখলেন তারপর কিনেন। এভাবেই দীর্ঘ সময় ধরে বাজারের এপ্রান্ত থেকে অপ্রান্তে ছুটে কেনাকাটা করলেন। বাজারে আসা সাধারণ ক্রেতারা প্রথমে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি যখন সাধারণ ক্রেতার মত সজীব ব্যবস্যায়ীদের দাম জিজ্ঞাসা করছিলেন তখন অনেকেই অবাক বিষ্ময়ে তাকিয়ে ছিলেন। সত্যিই কি একজন কেন্দ্রীয় মন্ত্রী তাদের সঙ্গে বাজার করতে এসেছেন। এত কাছে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে অনেকেই আবার সেলফি তুলে এই স্মৃতিটাকে স্মরণীয় করে রাখলেন। কেন্দ্রীয় মন্ত্রীর বাজার করার এই দৃশ্য সংবাদমাধ্যমের ক্যামেরায়। বাজারে আসার কারণ জিজ্ঞাসা করলে এক গাল হেসে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ছোট্ট উত্তর, আমার বাজার করতে ভালো লাগে তাই এসেছি। তিনি আগরতলা পাশাপাশি বিভিন্ন গ্রামীণ এলাকায় কর্মসূচিতে গেলেও এভাবেই সাধারণের মধ্যে দাঁড়িয়ে বাজার করেন। তাইতো তিনি জননেত্রী, সাধারণের কাছের মানুষ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ