Advertisement

Responsive Advertisement

এক নজরে চাকরির খবর

এক নজরে চাকরির খবর

* পদের নামঃ এগ্রিকালচার অফিসার (ত্রিপুরা), শূন্যপদ : ৬০টি, টিপিএসসি পরীক্ষার মাধ্যমে, শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচার / হটিকালচার বিষয় নিয়ে ডিগ্রি পাশ, বয়স : অনুর্ধ ৪০ বছর (সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর, লিখিত পরীক্ষার কেন্দ্রে আগরতলা, তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ (এয়ারপোর্ট অথরিটি, বহিঃরাজ্য),
শূন্যপদঃ ৩৪২টি, শিক্ষাগত যোগ্যতাঃ ডিগ্রি পাশ,
বয়স: ১৮-৩০ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম : এপ্রেন্টিস (কর্পোরেট সেক্টর), শূন্যপদ : ১৩৮টি, শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রি পাশ,
বয়সঃ ১৮-২৭ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ বল, লেটারে জানানো হবে।

* পদের নাম: অপারেটর (কর্পোরেট সেক্টর), শূন্যপদ ৯২টি, শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, আইটিআই পাশ,
বয়স : অনুর্ধ্ব ৪৫ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, বাছাইকৃতলো ইন্টারভিউর কেতা ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: টেকনেশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার (কেন্দ্রীয় মন্ত্রক), শুন্যপদ : ৯৭টি, শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা ডিগ্রি পাশ,
বয়স : ১৮-২৮ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: সুপারিটেনডেন্ট, টেকনেশিয়ান (এনআইটি), শুন্যপদ ১১২টি, শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক, ডিগ্রি, পিজি পাশ, ব্যাস: অনুকর্ণ ৩৩ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে),
অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর,
বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: নন-টিচিং স্টাফ (এনআইটি),
শূন্যপদ : ১৫০টি, শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ, বয়স: অনুর্ব ৩৩ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর
বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: এম.ও (ডিফেন্স), শূন্যপদঃ ৬৫০টি,
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, পিজি পাশ,
বয়স: অনু ৩৫ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: এপ্রেন্টিস (ইন্ডিয়ান অয়েল), শূন্যপদ : ৪৯০টি, শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা ডিগ্রি পাশ,
বয়স : ১৮-২৪ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: এম.এ. স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (বহিঃরাজ্যে বিভাগ), শূন্যপদ : ৭টি শিক্ষাগত যোগ্যতা : এএনএন, ডিপ্লোমা, ডিএনগ্রাম, এমবিবিএস ডিগ্রি পাশ,

বয়সঃ ২১-৪০ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী আছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর, পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে।

* পদের নাম: অনুবাদক, পি.এ (কেন্দ্রীয় সরকার), শূন্যপদ ৩০৭টি, শিক্ষাগত যোগ্যতা : ইংরেজি বা হিন্দি নিয়ে অনার্স গ্রাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি
বয়স : অনুকর্ণ ৩০ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্ত জমার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অক্টোবরে, আগরতলায়, তবে নির্দিষ্ট তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে।

* পদের নাম: এপ্রেন্টিস (বহিঃরাজ্যে, ব্যাঙ্কে), শূন্যপদ ৩৯৬টি, শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি পাশ, বয়স : ২০-২৮ বছর (সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে), অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ