আগরতলা, ১৩ সেপ্টেম্বর: জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ 'এস কাফ' আটক করলো পুলিশ। বুধবার পশ্চিম জেলার অন্তর্গত চম্পকনগর এবং জিরানিয়া থানার পুলিশের যৌথ ভাবে ৮নম্বর জাতীয় সড়কে তল্লাশিকালে জম্মু-কাশ্মীরের নম্বরে একটি আলু বুঝাই ১২চাক্কার ট্রাক থেকে এই নেশা দ্রব্যগুলি আটক করে। ট্রাকে তল্লাশি করা হলে আলুর বস্তার মধ্যে লুকিয়ে রাখা মোট ৪২বস্তা কফ সিরাপ। এই গুলি গণনা করে দেখা যায় মোট ১৩,৪৪০বোতল এস কাফ সিরাপ ছিল। এগুলির মূল্য প্রায় ৩৫লক্ষ টাকা। এতো টাকার সামগ্রী আটক করলেও এর সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি কারণ ট্রাকটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল। গাড়ির চালক পলাতক, তবে তাকে ধরার চেষ্টা হচ্ছে। খুব দ্রুত তাকে জালে তোলা সম্ভব হবে বলেও জানায় পুলিশ।
মঙ্গলবারও পুলিশ রাজধানীর আই জি এম চৌমুহনী এলাকায় একটি ম্যাজিক গাড়ি থেকে বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ এস কফ আটক করে। এভাবে প্রতিদিন নেশা ধরাপড়ায় স্বস্তি সাধারণ মানুষের মধ্যে।
0 মন্তব্যসমূহ