আগরতলা, ২২সেপ্টেম্বর : প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ও বাংলাদেশ শাখার ইনচার্জ ব্রহ্মকুমারী শ্রদ্ধেয়া কবিতা বেহেনজির প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এদিন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়োর আড়ালিয়া শাখায় গিয়ো কবিতা বেহেনজির প্রতি শেষ শ্রদ্ধা জানান। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ব্রহ্মকুমারী কবিতা বেহেনজির প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। সৎ মার্গে চলার জন্য কবিতা বেহেনজি সকলকে অনুপ্রেরণা যুগিয়ে গেছেন। ব্রহ্মকুমারী পরিবারের এই শোকের সময়ে মুখ্যমন্ত্রী তাদের প্রতি গভীর সমবেদনা জানান ও ঈশ্বরের কাছে কবিতা বেহেনজির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
0 মন্তব্যসমূহ