Advertisement

Responsive Advertisement

ভাল্লুকের আক্রমণে আহত জুমিয়া জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : জুম খেতে কাজ করার সময় ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক ব্যাক্তি। তার নাম কেনজয় ত্রিপুরা। এই ঘটনা ধলাই জেলার ছামনু হেরেন্ডো গ্রাম এলাকায়।
আহত কেনজয় ত্রিপুরা স্ত্রীর সাথে জুম খেতে যায়। তখন একটি ভাল্লুক কেনজয় ত্রিপুরাকে কামড়াতে শুরু করে। তা দেখে স্ত্রী চিৎকার করতে থাকে, তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কেনজয়কে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জুমিয়া। মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছেন ঐ জুমিয়া। এ প্রসঙ্গে উল্লেখ কর যে প্রতিবছর জুমের ফসল তোলার মৌসুমে রাজ্যের কোন না কোন জায়গায় ভাল্লুকের আক্রমণে আক্রান্ত হন জুমিয়া। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভাল্লুকের আক্রমণে উদ্বিগ্ন হয়ে পড়েন জুমিয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ