আগরতলা, ৫ সেপ্টেম্বর : উৎসবের মেজাজে বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের মতাধিকার প্রয়োগ করেছেন, মানুষের উৎসাহ উদ্দীপনা বলে দিচ্ছে দুটি আসনেই বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মানুষের উৎসাহের কথা বলতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন বিকেল চারটা পর্যন্ত বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৮২ শতাংশ। ভোটের দিন ঘোষণা করার পর থেকে ভোটাধিকার প্রয়োগ করা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের ভোট প্রয়োগ করেন, এইজন্য তিনি সকল ভোটারদেরকে আন্তরিক অভিনন্দন জানান। ভোটকে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন দপ্তরের কাজের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদেরকেও ধন্যবাদ জানান প্রদেশ সভাপতি। নিরাপত্তা ব্যবস্থাকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কর্মীদেরকেও ধন্যবাদ জানান। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য, প্রদেশ জেলা এবং দুই বিধানসভার কেন্দ্রের কার্যকর্তা সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন তাই সবাইকে ধন্যবাদ জানান তিনি। সাংবাদিক এবং কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
সেই সঙ্গে তিনি আবারও বলেন এই দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়েন নিশ্চিত। কারণ নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ লক্ষ্য করেছেন তাতে বুঝতে পেরে ছিলেন বিজেপির জয় নিশ্চিত। রাজ্য সরকার যেভাবে মানুষের জন্য কাজ করছে তাই শ্রমিক কৃষক সাধারণ মানুষ থেকে সমাজের সকল শ্রেণীর মানুষ বিজেপির উপর ভরসা রেখেছেন এবং বিজেপিকে বিপুল ভোটে জয়ী করাচ্ছেন। ২০২৩ এর নির্বাচনের মত এবারের উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচক মন্ডলী এবং নির্বাচন কমিশনসহ সবাইকে ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ