আগরতলার, ১৬ সেপ্টেম্বর : এপিকেল রুটেড কাটিং প্রযুক্তি আলু গাছের কান্ড থেকে নতুন আলু গাছ তৈরি করার প্রযুক্তি ব্যবহার করে চারা তৈরীর পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে রাজ্যে। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারা রোপনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। হাইটেক গ্রিনহাউজে ভূমি পূজোণের মধ্য দিয়ে এই কর্মসূচীর সূচনা হয়। এই সময় উপস্থিত ছিলেন উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষসহ গবেষণা কেন্দ্রের অন্যান্য আধিকারিকরা।
প্রায় ১৮ লক্ষ টাকা খরচে নির্মিত গ্রিনহাউজটির আয়তন ৫০০ বর্গমিটার। যেখানে ৫০হাজার টিস্যু কালচার চারা লাগানোর কাজ শুরু হয়েছে। যা থেকে পাঁচ লক্ষ চারা উৎপাদিত হবে এবং এই রবি মৌসুমে কৃষকদের মধ্যে চারা গুলো বিতরণ করা হবে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার আলু চাষীদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে আলু চাষের উপর। এই প্রকল্পটি রাজ্য সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ ডিরেক্টরেট এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র সি আই পি এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। রাজ্যের উন্নত গণমান সম্পন্ন আলো বীজের অভাব রয়েছে। আলু বিজক কৃষকরা সময়মতো পান না। এই সমস্যার সমাধানের জন্য এই প্রকল্পটি গৃহীত হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের আলু চাষীদের প্রয়োজনীয় আলু বীজ রাজ্যে উৎপাদিত হবে। পাশাপাশি কৃষকরা আলু চারা বা আলু বীজ বিক্রি করে বাড়তি আয় করতে পারবেন বলে জানান উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ।
0 মন্তব্যসমূহ