Advertisement

Responsive Advertisement

সংস্কারের জন্য প্রতিটি ওয়ার্ডকে ১৬ লক্ষ টাকা করে দেবে পুর নিগম: মেয়র

আগরতলা, ২০সেপ্টেম্বর : বুধবার আগরতলা পুর নিগম এক গুরুত্বপূর্ণ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর সিটি সেন্টার এলাকার নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বইটাকের পৌরহিত করেন মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, আগরতলা পুরনগমের সকল কর্পোরেটরসহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। 
দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র দীপক মজুমদার বলেন, সকলের উপস্থিতিতে এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডকে ১৬ লক্ষ টাকা করে প্রদান করা হবে উন্নয়নমূলক কাজের জন্য। পুজোর সময় যারা পুজো দেখতে আসবে তারা যেন নির্বিঘ্নে পুজো দেখতে পারে সে ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের জন্য গত বছর যে ব্যবস্থা করা হয়েছিল দশমী ঘাট এলাকায় তার থেকেও আরো উন্নত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারেও এই বৈঠকে আলোচনা হয়। গত বছরের মতো এবছরও পূজো উদ্যোক্তাদের কোন প্রকারের রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না পুর নিগম তরফে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে এবছর প্রতিটি ক্লাবকে দুটি করে ডাস্টবিন,ব্লিচিং পাউডার পুর নিগম থেকে দেওয়া হবে। পুজোর সময় যেন পুজো এলাকার আশপাশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তার জন্য প্রতি ওয়ার্ডয়ে দুজন করে শ্রমিক প্রতিটি পুজো উদ্যোক্তাদের দেওয়া হবে, যেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পাশাপাশি পুজোর সময় শহরের প্রতিটি অলিগলি যেন আলো উজ্জ্বল থাকে সেই ব্যাপারে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে দুর্গাপূজার দিনগুলি যাতে অবাদ সুন্দর এবং সুষ্ঠুভাবে সকলে কাটাতে পারে তার জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে আগরতলা পুর নিগম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ