গায়েত্রী ভৌমিক
আমি জড়িয়ে আছি মনেপ্রাণে.. যেনো পরগাছা।
কোন এক কবি বলেছিল,মানুষ একলা হলে গাছ হয়,
,আমি একলা হয়ে তোমায় পেলাম।
তুমি ই আমার বাড়বাড়ন্ত,জীবনের প্রতিক।
জীবনের জট সব খুলে
মেলে ধরলে প্রখড় সূর্যালোকে...
আর এভাবেই আমি জীবন পেলাম
তোমার পুষ্টি আর তুষ্টিতে।।
0 মন্তব্যসমূহ