আগরতলা, ২১সেপ্টেম্বর : আগরতলা রেলওয়ে স্টেশনে দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে সাত কেজি ওজনের স্বর্ণালংকার পাওয়া গেল। আগরতলা রেল স্টেশনের আরপিএফ থানার ওসি সঞ্জিত সেন, জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পুলিশ এবং আরপিএফ বাহিনী যৌথ ভাবে স্টেশনে আসা-যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায়। তল্লাশি কালে দুই যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া যায়। তখন স্বর্ণের মালিকরা জানায় তাদের কাছে এগুলির বৈধ কাগজপত্র রয়েছে। বহি:রাজ্য থেকে সোনার তৈরি এই সামগ্রী গুলি তারা নিয়ে আসে এবং বিভিন্ন জুয়েলারি হাউসে বিক্রি করে থাকে। আগরতলা থেকে তারা এই সামগ্রীগুলো গৌহাটিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল বলেও জানায়। যেহেতু এগুলো স্বর্ণের সামগ্রিক তাই সঙ্গে সঙ্গে পুলিশের তরফে কাস্টমস আধিকারিকদের ডাকা হয় এবং সামগ্রী সহ দুই ব্যক্তিকে কাস্টমার অধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের কাগজপত্রগুলো যথাযথ আছে কিনা তা কাস্টম আধিকারিকরা তদন্ত করে দেখবেন।
এই দুই ব্যক্তির মধ্যে একজনের বাড়ি আসামের শিলচর এবং অপর ব্যক্তির বাড়ি গুজরাট বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। তারা গত ১৭ সেপ্টেম্বর আগরতলা এসেছিল বলেও জানিয়েছে। তাদের কাছে থাকা সাড়ে সাত কেজি স্বর্ণালংকার এর মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলেও জানিয়েছেন পুলিশ।
0 মন্তব্যসমূহ