আগরতলা, ৬ সেপ্টেম্বর : মোহনপুর মহকুমার সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ মোহনপুর মহকুমাভিত্তিক জনজাতি আন্ত আবাসিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যে ক্রীড়া প্রতিভার বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য উন্নত ক্রীড়া কাঠামো গড়ে তোলা হচ্ছে। জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকাশও সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের আরও বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানান। জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য খুব শীঘ্রই একটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার ৫টি ছাত্র ও ছাত্রী আবাসের ২৫০ জন ছাত্রছাত্রী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামারা ব্লকের বিডিও এল দার্লং, সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবণী দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডিং হাউস কমিটির চেয়ারম্যান রঞ্জিৎ দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক উত্তম কুমার মনসই।
0 মন্তব্যসমূহ