কল্যাণী ভট্টাচার্য
কাশবনে দোলা লাগে শরতের হাসি
ভোরের স্নিগ্ধ হাওয়ায় শিউলি ভালোবাসি।
কুঁড়ি🌱 মেলে গাছগুলি কাঁপে দুরুদুরু
চারিদিকে চেয়ে দেখি শারদীয়া শুরু।
শিশির ভেজা শারদপ্রাতে স্নিগ্ধতা মনে
স্বচ্ছ শুভ্র মেঘেরা খেলে কাশফুলের বনে।
মেখলিপুর চা ☕বাগানে লেগেছে পূজার ধূম
খোকাখুকি বুড়োবুড়ির চোখে তে নাই ঘুম।
চারিদিক জেগে উঠে সাজো সাজো রবে
মা আসছেন ঘোড়ায় চড়ে আমাদের ভবে।
আগমনীর সাতদিন আগে অমাবস্যা মহালয়া
মেখলিপুর ঠাকুর ঘরে অপেক্ষা রত জয়া।
দেবী পক্ষের সূচনা হয় মহালয়ার শেষে
শিবজায়া জগৎ জননী আসছেন অপূর্ব বেশে।
বছরেতে তিন দিন থাকেন মা ঘরে
পাড়ায় পাড়ায় কল কোলাহল সখীরা আনন্দ করে।
ঢাকের বাড়ীর সাথে সাথে কাঁসর ঘন্টা বাজে
দলে দলে আসছে সবাই কি অপরূপ সাজে।
ঢেউ লাগে উৎসবে জেগে উঠে প্রাণ
নানা ফুল 🌺🌻🌹🌷ফুল ফোটে করে দূর্গায় প্রণাম।
ধর্ম নিয়ে হানাহানি ধর্ম নিয়ে সাজ
সর্বধর্ম সমন্বয়ে মেখলি সেজেছে আজ।
বাংলা মোদের জন্মভূমি বাংলা মোদের প্রাণ
তাই মোরা ভালোবেসে পাই বাংলার ঘ্রাণ।
তারিখ-১৭/০৯/২০২৩
0 মন্তব্যসমূহ