Advertisement

Responsive Advertisement

নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠন পরিষেবা বনধের হুমকি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে নাগেরজলা ও বটতলা স্ট্যান্ড দীর্ঘদিনের সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ প্রচেষ্টা বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন সুরাহা পায়নি, যেমন পরিবহন দপ্তর, টিআরটিসি. পৌরনিগম, ট্রাফিক দপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট এদের নিকট দফায় দফায় আলোচনা করে স্ট্যান্ড এবং যাত্রী পরিষেবায় কোন সুরাহা হয়নি। বটতলাতে স্ট্যান্ড হওয়াতে নাগেরজলা যাত্রী যাতায়াতের সংখ্যা খুবই কম, যাহার ফলে মালিক এবং শ্রমিক প্রচন্ডভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ । সকলের শরনাপন্ন হয়েও তাদের কোন কাজ হয়নি বলে অভিযোগ। সেই সঙ্গে তাদের আর কিছু দাবী রয়েছে। এইগুলি হলো, সরকারী কাজে ব্যবহৃত সমস্ত ধরনের গাড়ীর বিল আগামী দূর্গাপূজার আগে প্রদান করিতে হবে। স্ট্যান্ড অতিক্রম করে সমস্ত ধরনের গাড়ীর পারমিট বন্ধ করিতে হইবে। শ্রমিক মালিকদের রোডে প্রশাসন দ্বারা হয়রানি বন্ধ করিতে হবে। পাইভেট গাড়ী দিয়ে যাত্রী পরিদেরা দেওয়া বন্ধ করতে হবে। এই সব না মানা হলে  আগামী ৬ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা নাগেরজলা থেকে যাত্রী পরিষেবা বন্ধ করে দেবে বলে বুধবার এক প্রেসমিট করে এই ঘোষণা দেয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ