আগরতলা, ১২ সেপ্টেম্বর : ভারত সরকারের উদ্যোগে আমার মাটি আমার দেশ কর্মসূচি চলছে। গত ৯ আগস্ট থেকে দেশব্যাপী এই অভিযান শুরু হয়েছে। তবে এই কর্মসূচিতে সরকারের পাশাপাশি শামিল হয়েছে বিজেপিও। তার অংশ হিসেবে মঙ্গলবার থেকে বিজেপির তরফে এই কর্মসূচি শুরু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে মাটি সংগ্রহ করে ব্লকে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এই মাটি ভর্তি কলস আগরতলাতে নিয়ে আসা হবে। এদিন সন্ধ্যা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি জানান পরবর্তী সময়ে এই মাটি দিল্লির কর্তব্যপথে পৌঁছানো হবে। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলের সদস্যদের আহ্বান জানিয়েছেন। তাই সারা দেশ জুড়ে দলের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাই এদিন প্রতিটি মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এদিনের এই কর্মসূচিতে প্রদেশ সভাপতি থেকে শুরু করে মন্ত্রী বিধায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়ে ছিলেন বলে জানান। প্রতিটি পরিবারের আঙ্গিনা থেকে এক মুঠো করে মাটি সংগ্রহ করা হচ্ছে। বুধবার দিনভর এই কর্মসূচি চলবে এবং সন্ধ্যায় মাটির কলস গুলো প্রতিটি মণ্ডলের সভাপতির হাতে অর্পণ করা হবে। ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৬০টি মন্ডলের সভাপতিরা দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের হাতে তুলে দেবেন। ১৫ সেপ্টেম্বর জেলা সভাপতিরা আগরতলা প্রদেশ কার্যালয়ে এসে এই মাটির কলস গুলো তুলে দেবেন সভাপতির হাতে। অভিযানের মধ্যে অনেকগুলো কার্যক্রম নেওয়া হয়েছে, যেমন মাটিকে হাতে নিয়ে পাঁচটি শপথ নেওয়া। পরাধীনতার মুক্তির শপথ নেওয়া প্রত্যেক নাগরিকদের মধ্যে কর্তব্যের শপথ নেওয়া ইত্যাদি পাঁচটি শপথ নেওয়া হবে। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে দিল্লির কর্তব্যপথে এই কর্মসূচি সমাপ্তি হবে। এর আগের রাজ্য থেকে মাটি ভর্তি কলস গুলো নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে পাপিয়া দত্তর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলার মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা।
0 মন্তব্যসমূহ