Advertisement

Responsive Advertisement

প্রতি বছরের ন্যায় এবছরও TSR দ্বিতীয় ব্যাটেলিয়ানে বিশ্বকর্মা পূজায় হলো অস্ত্র পূজা

আগরতলা ১৮ সেপ্টেম্বর: সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। ত্রিপুরা রাজ্য'র বিভিন্ন শিল্প কারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এমন কি বাড়ি ঘরেও এই পূজার আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা মূলত দেব শিল্পী হিসেবে পরিচিত। তাই যেখানেই যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় এইসব জায়গাতে শ্রদ্ধার সঙ্গে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়ে তাকে প্রতিবছর। এবছরও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন শিল্পকারখানার পাশাপাশি রাজধানী সংলগ্ন আর কে নগর এলাকার টিএসআর এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়েও প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পূজার আয়োজন করা। অন্য সকল বিশ্বকর্মা পূজা থেকে তাদের পূজা অনেকটাই ভিন্ন। কারণ সব জায়গায় বিশ্বকর্মা পূজা প্যান্ডেলে শিল্প কারখানার যন্ত্রপাতি দেওয়া হয়ে থাকে পূজা করার জন্য। কিন্তু এখানে দেওয়া হয়ে তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পিস্তল থেকে শুরু করে ভারি মেশিনগান সাজিয়ে রাখা হয় বাবা বিশ্বকর্মা সামনে। পুরোহিত বিশ্বকর্মার পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে এই অস্ত্রগুলিকে পূজা করে থাকেন। অস্ত্র পূজার কারণ সম্পর্কে টিএসআরদের তরফে বলা হয় জরুরী প্রয়োজনে যাতে অস্ত্রগুলো সঠিক ভাবে কাজ করে এই প্রার্থনা করে প্রতিবছর এমন অভিনব পূজার আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ