আগরতলা, ২অক্টোবর : সোমবার ২অক্টোবর গান্ধী জন্ম জয়ন্তী উপলক্ষে ছিল ছুটির দিন। এদিন নিজ এলাকার জনগনের খোঁজ খবর নিতে বেরিয়ে পড়েন আগরতলা পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডে কর্পোরেট শান্তনা সাহা। তিনি এলাকার নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জানার চেষ্টা করেন। পুর পরিষেবার বিষয়েও খোঁজ নেন।
0 মন্তব্যসমূহ