খোয়াই, ৭অক্টোবর : সরকারি কাজে খোয়াই সফরে যান রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। শনিবার সরকারি কাজের পাশাপাশি তিনি স্থানীয় এলাকার উদ্যমী যুবক যে নিজের চাকরির পিছনে না ছুটে কৃষি কাজকে বৃদ্ধি করে সুন্দর নার্সারি গড়ে তুলেছে। মন্ত্রী নার্সারি পরিদর্শন করে তার প্রশংসা করেন। অন্যান্য যুবকদের প্রতি ও আহবান রাখেন তারা যেন তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এমন কাজে এগিয়ে আসে।
"কিভাবে নানা জাতের, নানা রং এর ফুল ও ফলের সমাহার ঘটিয়ে গড়ে তোলা যায় অত্যাধুনিক নার্সারি, যেখানে উদ্যান বিদ্যার স্বরবর্ণ - ব্যঞ্জনবর্ণ একাকার হয়ে সৃষ্টি করে শব্দব্রহ্ম , আজ নিজের চোখে দেখে এলাম খোয়াইয়ে। এখানে মায়া নার্সারি নামক একটি ব্যক্তিগত উদ্যোগ এমনভাবে সেজে উঠেছে, যা নয়নাভিরাম শুধু নয়, পরিবেশবান্ধব আত্মনির্ভর উদ্যোগও। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর প্রথম থেকেই এই নার্সারির শুভ চিন্তক হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আগামী দিনেও এই নার্সারির অগ্রগমনের পথে সহযোদ্ধা হিসেবেই থাকবে। উৎসাহীরা যে কেউই খোয়াইয়ে এসে একবার মায়া নার্সারি ঘুরে যেতে পারেন। আমি নিশ্চিত ভালো লাগবে। "
0 মন্তব্যসমূহ