Advertisement

Responsive Advertisement

আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডে ৩টি কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন করলেন মেয়র

আগরতলা, ১২অক্টোবর : রাজধানী পুর এলাকাকে স্বচ্ছ করার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেল আগরতলা পুর নিগম। শহরের বস্তি এলাকাগুলোর কাঁচা শৌচালয় গুলো থেকে যাতে রোগ জীবাণু না ছড়ায় তাই শহরের প্রতিটি বস্তি এলাকাতে পাকা কমিউনিটি শৌচালয় নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলার পৌর নিগমের ১২নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাধানগর এলাকায় তিনটি জায়গায় তিনটি পাকা কমিউনিটি শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন ১২নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহাসহ স্থানীয় এলাকার লোকজন। ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এগুলোর সূচনা করেন মেয়র। এক একটি কমিউনিটি শৌচালয় তৈরি করতে ১৪ লক্ষ টাকার বেশি খরচ হচ্ছে বলে জানান মেয়র। শুধুমাত্র বস্তি এলাকায় নয়, অন্যান্য এলাকাতেও এ ধরনের কমিউনিটি শৌচালয় বেশি করে নির্মাণ করা হবে সেইসঙ্গে শহরের সব কাঁচা শৌচালয় ভেঙ্গে ফেলা হবে বলেও জানিয়েছেন মেয়র এই দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ