আগরতলা, ২৯ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এবারও শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এসসি মোর্চা উদ্যোগে মহাকাব্য রামায়ণ রচয়িতা আদি কবি ভগবান মহর্ষি বাল্মীকি জয়ন্তী উৎযাপন করা হয়। অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এসসি মোর্চার সভাপতি ও আইতমা'র চেয়ারম্যান টোটন দাস।
এই শুভ লগ্নে গুরুদেবের চরণে শত কোটি প্রনান জানিয়ে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন তিনি বলে জানিয়েছেন টুটন দাস।
0 মন্তব্যসমূহ