Advertisement

Responsive Advertisement

মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির একাধিক কমিটির ঘোষণা


আগরতলা, ৯ অক্টোবর : রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী এবং মৎস্য ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হলো। সোমবার মেয়র দীপক মজুমদার নতুন কমিটির নাম ঘোষণা করেন। পূর্ববর্তী কমিটির
মেয়াদ শেষে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সহ ৭ সদস্যবিশিষ্ট এক অস্থায়ী কমিটির নাম ঘোষণা করা হয়। এই সময় মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্পোরেটর ও নিগমের সেন্ট্রাল জোনে চেয়ারপারসন রত্না দত্ত। পরবর্তীতে মৎস্য ব্যাবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজারের নতুন পূর্ণাঙ্গ কমিটিরও নামও এদিন ঘোষণা দেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্তসহ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মকর্তারা। ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্কিং কমিটির ঘোষণা দেন মেয়র। নতুন কমিটিতে সুবীর দাস সভাপতি এবং ভবতোষ দাসকে সম্পাদক করা হয়েছে। মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে এদিন বলেন, প্রতিটি বাজার কমিটির কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী নজরে রাখছে। ফলে কোন বাজার কেমন চলছে তা উনার স্পষ্টভাবে জানা। মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি ঘোষণা করা হলেও কালী পূজার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। মহারাজগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে উনার। শুধু মহারাজগঞ্জ বাজার নয় প্রতিটি বাজারের উন্নয়নের বিষয় নিয়ে আন্তরিক মুখ্যমন্ত্রী। মেয়র আশা ব্যক্ত করেন এদিন যে অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে তারা সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ